ট্রফি নিয়ে ফটোসেশনে না থাকার ব্যাখ্যা দিলেন তামিম

বিপিএলের ফাইনালে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। তার আগে আজ সকালে ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে ঢাকার ঐতিহ্য আহসান মঞ্জিলে। যদিও ফটোসেশনে ছিলেন না বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

আর কুমিল্লার প্রতিনিধিত্ব করেছেন জাকের আলী অনিক। ফটোসেশনে দুই অধিনায়কের না থাকা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

 

তামিম লিখেছেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এ জন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি।

অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এ রকম একটি আয়োজনে থাকা।’

 

কারণ হিসেবে তামিম জানিয়েছেন, ‘তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল।

পাশাপাশি অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সব কিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।’

 

শেষে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন তামিম, ‘আমি ব্যক্তিগতভাবে সব সময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি এবং এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি।

কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না এবং এ জন্য আবারও দুঃখ প্রকাশ করছি।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন