তিন নতুনকে নিয়ে কাবরেরার যা ভাবনা

সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৮ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ। কাজেম শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন এবারই প্রথম জায়গা করে নিয়েছেন লাল-সবুজের দলে। এই তিন নতুনকে নিয়ে এখনি খুব বেশি আশা-প্রত্যাশা নেই কাবরেরার। তবে  তাদেরকে নিয়ে ধীরগতিতে এগোতে চান স্প্যানিশ এই কোচ।

 

দুই মৌসুম ধরে বাংলাদেশ পুলিশ এফসির জার্সিতে খেলছেন কাজেম। গত মৌসুমে শুরুর একাদশে নিয়মিত সুযোগ মেলেনি তাঁর। তবে মধ্যমাঠ নিয়ন্ত্রণের দক্ষতা তাঁকে অন্যদের চেয়ে করেছে আলাদা। সুবাদে এবার লিগে খেলা নয় ম্যাচের আটটিতেই সুযোগ পান শুরুর একাদশে।

ফেডারেশন কাপে শেখ জামালের বিপক্ষে গোলের পর লিগে ব্রাদার্সের বিপক্ষেও পেয়েছেন জালের দেখা। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার কাবরেরার ফুটবলীয় দর্শনের সঙ্গে মানানসই বলেই তাকে দলে ডাকা হয়েছে।

 

কাবরেরা বলেছেন,'কাজেমকে আমরা দীর্ঘদিন ধরে নজরে রেখেছিলাম, গেল বছর যখন সে পুলিশ এফসিতে যোগ দিয়েছিল, তখন থেকে। এরপর আমরা তার কিছু ট্রেনিং সেশন দেখি, যেটা আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছিল।

আমাদের মনে হয়েছিল, আমাদের খেলার যে ধরণ, ফুটবলের যে দর্শন, তার সঙ্গে সে মানানসই। এর আগেও আমরা তাকে ডাকার কথা ভেবেছিলাম, কিন্তু চোট পাওয়ার কারণে ক্যাম্পের দলে ডাকতে পারেনি। এখন তার সামনে সুযোগ। সে তরুণ, তাকে নিয়ে আমরা ধীর পদক্ষেপে এগুবো। আশা করি, সে দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিবে।

'

 

বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে গোল করেই আলোচনায় আসেন রাব্বি হোসেন রাহুল। কিংসের তাঁবুতে বেড়ে ওঠা ১৭ বছরের এই তরুণ ধারে খেলতে গিয়ে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে সর্বশেষ চার ম্যাচেই করেছেন গোল। লিগের প্রথম পর্ব শেষে পাঁচ গোল নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। যদিও মৌসুম শুরুর আগে এই কিশোর কাবরেরার পরিকল্পনাতেও ছিলেন না। কিন্তু মাঠের পারফরম্যান্স তাকে আলোচনায় নিয়ে আসে। কাবরেরা অবশ্য রাহুলের ওপর প্রত্যাশার চাপ চাপিয়ে দিতে চান না,'সত্যি বলতে এ মৌসুমের শুরু থেকে সে আমাদের স্কাউটিংয়ের নজরে ছিল না। এরপর সে ধীরে ধীরে ভালো পারফরম্যান্স করতে শুরু করল এবং লিগের প্রথম পর্বে পাঁচ বা তার বেশি গোল করেছে, তাদের মধ্যে সে একজন। আমরা বিশ্বাস করি, জাতীয় দলের অনুশীলনের আবহে থাকাটা তার প্রাপ্য। এরপর দেখব, এত অল্প অভিজ্ঞতা নিয়ে সে আমাদের কি দিতে পারে।'

গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন তাজ উদ্দিন। কিন্তু চোটের কারণে দলের সঙ্গী হতে পারেননি। এ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে রাইট ব্যাক পজিশনে তার পারফরম্যান্স নজর কেড়েছে হাভিয়ের কাবরেরার। এই স্প্যানিয়ার্ডের আশা, ২১ বছর বয়সী এই তরুণ দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে পারবে,'যদিও সে শেখ জামালের হয়ে শেষ তিন ম্যাচে বেশি সময় খেলতে পারেনি, কিন্তু আগের ম্যাচগুলোতে সে যে মান দেখিয়েছে, দলের সঙ্গে আশা করি সে মানিয়ে নিতে পারবে।'

আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আল তাইফের কিং ফাহাদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে ১৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে দল। সেখান থেকে ১৭ই মার্চ সরাসরি কুয়েতে যাবে বাংলাদেশ। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের বাছাইয়ের প্রথম লেগের ম্যাচ। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১২টা ৩০ মিনিটে। আর ২৬ মার্চ বিকাল ৩টা ৩০ মিনিটে কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচটি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন