গত বছর ১৮ জানুয়ারি শুটিং স্পটে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। এক বছর চিকিৎসা শেষে আবার কাজ শুরু করেছেন মঞ্চে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...
ধন্যবাদ।
আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। এক বছর ধরে ভাবছিলাম, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও শুরু করব মঞ্চ দিয়েই। সেই ইচ্ছা পূরণ হলো। ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ আমার অভিনয় জীবনের আঁতুড়ঘর।
তাদের হাত ধরেই ‘কবি’ নাটকের মাধ্যমে ২ মার্চ মঞ্চে আমার দ্বিতীয় অধ্যায় শুরু হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।
গত এক বছরের দিনগুলো কেমন ছিল?
পুরো ছয় মাস তো ছিলাম অন্ধকার ঘরে। কালো কাপড় দিয়ে ঘেরা ছিল চারপাশ। রোদ কিংবা আলোর সামনে যেতে পারতাম না।
চিকিৎসকের নিষেধ ছিল। তবে ওই সময়টায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। জীবন সম্পর্কে নতুন ধারণা পেয়েছি। আত্মোপলব্ধিও হয়েছে, বাকি জীবনটা এই অভিজ্ঞতার আলোকে চলতে চাই।
কাজ শুরুর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন?
আমি তো মেকআপ নেব না।
তা ছাড়া হাতে মোজা পরা থাকবে। চিকিৎসক বলেছেন, মেকআপ না নিলে সমস্যা হবে না। মঞ্চের ক্ষেত্রে আলোটাও খুব বেশি থাকে না। সব মিলিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। আমি কিন্তু এ বছর টিভি নাটক, ওয়েব ছবি বা সিরিজ করব না। কারণ মেকআপ নিতে হবে। সবাইকে বলেছি, ২০২৫ সালের আগে মঞ্চের বাইরে আর কোনো মাধ্যমে আমাকে দেখা যাবে না।
দুর্ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ আপনার বিষয়টি নিয়ে একটা টিম করেছিল। ক্ষতিপূরণ পেয়েছেন?
না। পাইনি। হয়তো অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে। তারাও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমিও আর ইচ্ছা করে কিছু বলিনি। সংগঠনগুলো আসলে শিল্পীদের কাজে আসে বলে মনে হয় না। আমি মরেও যেতে পারতাম। শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অথচ তারা বিষয়টি আমলেই নিল না। এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। যে ক্ষতি হয়েছে, সেটাও মেনে নিয়েছি। ওই যে বললাম না, একটা বছর অন্ধকার ঘরে থেকে অনেক বিষয়ে উপলব্ধি হয়েছে। এখন আর অভিযোগ রাখতে চাই না কারো প্রতি।
এই এক বছরে সহকর্মীদের পাশে পেয়েছিলেন?
হ্যাঁ, আমার কয়েকজন সহকর্মী সব সময় যোগাযোগ করেছে। মানসিকভাবে সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হয়তো সেই সময় সাপোর্টটা না পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত।
আগামী বছর আপনাকে পুরোদমে কাজে পাওয়া যাবে?
অবশ্যই। এই একটা বছর আরো বেশি নিজেকে কাজের জন্য প্রস্তুত করে তুলব। অভিনয়ের বিষয়ে পড়াশোনাও করব অনেক। বাসায় থাকলে বিদেশি সিনেমা, সিরিজ দেখব। ভক্তদের কথা দিচ্ছি, আগামী বছর পর্দায় নতুন এক শারমিন আঁখিকে দেখতে পাবেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন