‘বাজে স্বভাব’খ্যাত শিল্পী রেহানের নতুন গান, সঙ্গে কে?

বছর কয়েক আগে ‘বাজে স্বভাব’ শিরোনামের গান গেয়ে আলোচনায় আসেন গায়ক রেহান রাসুল। তারপর চলচ্চিত্রের গানের পাশাপাশি ব্যস্ত হয়েছিলেন নতুন গান প্রকাশ নিয়ে। প্রায়ই নতুন শিল্পীদের সঙ্গেও গান করেন এই গায়ক। এবার গাইলেন ‘স্বপ্ন মেলা ডানা’ শিরোনামের নতুন গান।

সঙ্গে তৈরি হলো মিউজিক ভিডিও। শান্ত পথিকের কথায় গানটির সুর করেছেন রেহান রাসুল এবং সংগীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়।

 

রেহানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী খুশবুন বিন্দু। গানটির মিউজিক ভিডিওর মডেলিং করেছেন ইপশিতা শবনমসহ বেশ কয়েকজন মডেল।

 মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কাজল আরফিন অনিক। সম্প্রতি গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

 

নতুন গান প্রসঙ্গে খুশবুন বিন্দু বলেন, ‘রোমান্টিক কথামালায় গানটি সাজানো। বরাবরই এ ধরনের গানের প্রতি আমার আগ্রহ।

শ্রোতাদের কথা মাথায় রেখে গানটি গেয়েছি। আশা করছি, সবার গান-ভিডিও পছন্দ হবে।’

 

নির্মাতা অনিক বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। শিল্পীরা ভালো গেয়েছেন। কথার সঙ্গে মিল রেখে চেষ্টা করেছি শ্রোতাদের দারুণ কিছু উপহার দিতে।

আশা করছি, সব শ্রেণির মানুষের গান-ভিডিও ভালো লাগবে।’

 

খুশবুন বিন্দুর উল্লেখযোগ্য প্রকাশিত গানের মধ্যে হলো- ‘সুতো কাটা ঘুড়ি’, ‘জংলার পাখি’, ‘এই পৃথিবীর পরে’, ‘আঁধার কালো রাত’ ইত্যাদি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন