জিবিডেস্ক //
মস্কোর উপকণ্ঠে বরিসোভস্কোয়ে সমাধিক্ষেত্রে গতকাল শুক্রবার চিরনিদ্রায় শায়িত হলেন আলেক্সাই নাভালনি। মস্কোর একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শেষে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতাকে সমাহিত করেন স্বজন, বন্ধু আর সমর্থকরা। নাভালনিকে শেষবিদায় জানাতে গতকাল শত শত মানুষ দক্ষিণ মস্কোর একটি গির্জায় সমবেত হয়। এই শোকার্ত মানুষের ভিড়ে ফ্রান্স, জার্মানি ও মার্কিন রাষ্ট্রদূতদেরও দেখা গেছে।
শেষকৃত্যানুষ্ঠান ঘিরে যেন কোনো বিক্ষোভ না হয়, সেটি নজরে রাখতে গির্জা ও সমাধিক্ষেত্রের আশপাশে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এর আগে নাভালনির শেষকৃত্য ঘিরে শোকার্ত সমর্থকরা যেন কোনো ‘অনুমোদিত’ বিক্ষোভ না করে সে জন্য সাবধান করে ক্রেমলিন। সাইবেরিয়ার একটি জেলে কারাবন্দি অবস্থায় মৃত্যুর দুই সপ্তাহ পর নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কড়া সমালোচক হিসেবে নাভালনি পরিচিত ছিলেন।
নাভালনির মৃত্যুর কারণ সম্পর্কে সামান্য তথ্যই প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হেঁটে আসার পর কারাগারে প্রবেশ করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন নাভালনি। নাভালনির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে ক্রেমলিন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন