ক্লাব কাপ হকি আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

ক্লাব কাপ হকির টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল মেরিনার্স ইয়াং ক্লাব। গত আসরের মতো এবারো আবাহনীকে দর্শক বানিয়ে শিরোপা-উৎসব মেরিনার্সের। আজ ফাইনালে আকাশি-নীলদের হারিয়েছে ২-০ গোলে। মেরিনার্সের হয়ে গোল করেছেন দীপক ও ফজলে হোসেন রাব্বী।

 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভালো শুরু করেছিল আবাহনী। আক্রমণাত্মক হকিতে মেরিনার্সকে চেপে ধরে তারা। পাঁচ মিনিটের মধ্যে দুইবার মেরিনার্সের রক্ষণ কাপিয়ে দেয়। তবে মেরিনার্সের গোলরক্ষক আবু সাইদ নিপ্পনের দৃঢ়তায় রক্ষা পায় দলটি।

আবাহনীর দুটি আক্রমন ভেস্তে যায় তার দক্ষতায়।

 

সময় বাড়লে নিজেদের গুছিয়ে নিতে থাকে মেরিনার্স। পরপর কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে আবাহনীর ওপর চাপ বাড়ায়। সুবাদে ২০ মিনিটে এগিয়ে যায় মেরিনার্স।

সার্কেলের ভেতর থেকে ভারতীয় ফরোয়ার্ড দীপকের কোনাকুনি হিট আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে যায় জালে।

 

দুই মিনিট পর একটি পেনাল্টি কর্নার নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানায় মেরিনার্স। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট। আম্পায়ার শুরুতে পেনাল্টি কর্নার না দিলেও পরবর্তীতে পেনাল্টি কর্নারের বাঁশি বাজান। এতে আপত্তি জানিয়ে মাঠের এক কোণে চলে যান মেরিনার্সের খেলোয়াড়রা।

এরপর বেশ কিছুক্ষণ আলোচনার পর আম্পায়ার পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন। তবে তা থেকে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী।

 

তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার্স। পেনাল্টি স্ট্রোক থেকে দলকে এগিয়ে নেন ফজলে। তাতে ম্যাচ হেলে পড়ে মেরিনার্সের দিকে।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। টানা দুটি পেনাল্টি কর্নারও পায় তারা, কিন্তু ম্যাচে ফেরার রসদ আর পায়নি। ফলে ২-০ গোলের জয়ে শিরোপা-উৎসবে মাতেন মেরিনার্সের খেলোয়াড়রা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন