আলিসের পরিবর্তে শ্রীলঙ্কা সিরিজে জাকের

একেই বলে বুঝি, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ! যে বিপিএল স্বপ্নের সোপান হয়ে এসেছিল আলিস আল ইসলামের কাছে, সেই বিপিএলেই এবারের মতো স্বপ্নভঙ্গ হলো তার। একই বিপিএল এবার দুয়ার খুলে দিয়েছে জাকের আলী অনিকের।

বিপিএলে পাওয়া আঙুলের চোটে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েও ছিটকে গেলেন আলিস। তার পরিবর্তে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জাকের।

 

আজ এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারবেন না রহস্যময় অফ স্পিনার আলিস। তার জায়গায় দলের সঙ্গে যোগ দিবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটার।

গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান আলিস।

আঙুলের সেই চোট কাটিয়ে ওঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। সেখানেই যুযোগ পেয়ে গেলেন জাকের।

 

এর আগে জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি জাকেরের।

এবার বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কুমিল্লার হয়ে খেলা এই ব্যাটার। এবারের বিপিএলে ১৪ ম্যাচ খেললেও ব্যাট করেন ১০ ইনিংসে। নিচের দিকে ব্যাট করেও তার ইনিংস দলের জন্য কার্যকরী ছিল। ১০ ইনিংসে ৯৯.৫ গড় ও ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন জাকের।

 

 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন