ওডেসায় রুশ ড্রোন হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে শনিবার রাশিয়ার ড্রোন আঘাত হেনেছে। এতে তিন বছরের শিশুসহ চারজন নিহত এবং আটজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের মাটিজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছিল।

ড্রোনের আঘাতে বহুতল ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্ট ব্লকের পাশে ঝুলন্ত কংক্রিট ও ইস্পাতের ধ্বংসস্তূপের মধ্যে কাপড় ও আসবাবপত্র দেখা গেছে।

 

ক্ষতিগ্রস্ত ভবনের পাশের একটি ভবনের বাসিন্দা স্বিতলানা টাকাচেংকো বলেছেন, ‘আমার স্বামী দ্রুত লোকদের সাহায্য করার জন্য দৌড়ে বেরিয়েছিলেন...তারপর আমি দেখলাম লোকজন দৌড়াচ্ছে। আমি বুঝতে পারি, সেখানে মানুষ মারা গেছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘রাশিয়া বেসামরিকদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে...শত্রুদের একটি ড্রোন ওডেসার একটি আবাসিক ভবনে আঘাত করেছে। ১৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে।’

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার পোস্ট করা একটি ছবিতে উদ্ধারকারীদের মৃত শিশুকে ব্যাগে রাখতে দেখা যায়। শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তারা বলেছে, ‘এটা ভুলে যাওয়া অসম্ভব! এটা ক্ষমা করা অসম্ভব।

 

জেলেনস্কির মতে, ইরানের সরবরাহকৃত শাহেদ ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে যুদ্ধের সময় এই দূরপাল্লার ডানাযুক্ত ড্রোনগুলোর কয়েক হাজার চালু করেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন