রোজায় দ্রব্যমূল্য নাগালে রাখতে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দল-মত-নির্বিশেষে মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। 

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পরের অন্ধকার যুগ পেরিয়ে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করেছিল, পরবর্তী সরকার তা আর ধরে রাখতে পারেনি।

দেশে নির্বাচনহীন একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় ছিল একটি গোষ্ঠী। কিন্তু দেশের নারী এবং তরুণ ভোটারদের সরব উপস্থিতির কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হয়নি।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, মাদক এবং কিশোরগ্যাংয়ের মতো অপরাধে যেন তরুণরা জড়িয়ে না পড়ে, সে জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানান।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন