এক হলো চার হাত, কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে সম্পন্ন

দীর্ঘ চড়াই-উতরাই পার করে অবশেষে এক হলো কাঞ্চন-শ্রীময়ীর চার হাত। ভালোবাসা দিবসে রেজিস্ট্রি সেরে ফেলেছেন দুজন। এবার আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হলো কলকাতার জনপ্রিয় তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। লাল টুকটুকে বেনারসি পরে বধূ বেশে শ্রীময়ী, তাঁর সঙ্গে ম্যাচিং করা পাঞ্জাবি পরেছেন কাঞ্চন।

দুজনের বিয়ের ছবি এলো প্রকাশ্যে।

 

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই বিশেষ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগেভাগেই কিনে রেখেছিলেন ফুলের তোড়া, মালাজোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি। প্রিয় মানুষের পক্ষ থেকে এমন সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ।

জানান, তারকা বিধায়ক নাকি হাঁটু মুড়ে বসে গোলাপ হাতে সেদিনই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

 

রেজিস্ট্রির পর শুরু হয় সামাজিক বিয়ের পালা। ২ মার্চ (শনিবার) শহরের এক রেস্তোরাঁয় শ্রীময়ী ও কাঞ্চনের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের পর্ব। এর পর হয় মেহেন্দি ও সংগীত।

নাচে-গানে জমে ওঠে আসর।

 

1

কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরদানের ছবি

বিয়ের জন্য লাল টুকটুকে বেনারসিতে সেজেছেন শ্রীময়ী। আর বর কাঞ্চনের পরনে দেখা যায় লাল রঙের কারুকাজ করা পাঞ্জাবি। শ্রীময়ীকে জড়িয়ে ধরেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন কাঞ্চন। মাথায় রয়েছে টোপর।

এই মুহূর্তে এই নতুন জুটির বিয়ের ছবিই ঘুরছে সবার টাইমলাইনে। অভিনন্দন জানাচ্ছেন তারকা সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরাও।

 

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে তাঁদের বিয়ের আসর বসেছিল। এদিন সকাল থেকে শুধু দুই পরিবারের উপস্থিতিতে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সব রীতিনীতি পালিত হয়। গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি  শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন। এরপর ২ মার্চ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন তারা। আগামী ৬ মার্চ হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন