রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা ১৫টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ১টি রেস্তোরাঁর মালিককে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযান শুরু করে রাজউক। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে সংস্থাটি।
সোমবার দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু হয়।
রাজউক জানিয়েছে, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।
অভিযানে (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্তোরাঁ ও ফুডকোর্ট। এ ছাড়া কাভান সিগনেচার, চাপ ঘর, স্পাইস অ্যান্ড হার্বস ও কালচার অ্যান্ড কুইজিন, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, ম্যারিটেজ ঢাকা, হোয়াইট হল, অ্যারিস্টোক্র্যাট লাউঞ্জ, ইয়াম চা ডিস্ট্রিক্ট, দ্য লবি লাউঞ্জ বুফে, ক্যাফে সাও পাওলো লিমিটেড, আদি কড়াই গোস্ত লিমিটেড, ক্যাফে ডেলোসি এবং গ্যালিতোস নামে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।’
তাজিন সারওয়ার আরো বলেন, ‘ভবনটি ব্যবহারে বত্যয় ঘটিয়েছে। এই ভবন এফ-১ ক্যাটাগরিতে অনুমোদন করা ছিল।
কিন্তু ওনারা সেটা অনুসরণ করছিলেন না। এফ-১ হচ্ছে অফিস ভবন হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ভবনে আমরা ১৫টা রেস্তোরাঁ পেয়েছি। রেস্তোরাঁ পাওয়ার পর আমরা এগুলোর মধ্যে কিছু কিছু রেস্তোরাঁ সিলগালা করেছি, কিছু কিছু রেস্তোরাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। মোট কথা সবগুলো রেস্তোরাঁ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
এখন বন্ধ করে দেওয়া হলো। ভবন মালিক ঠিক না করলে খুলতে দেরি তো হবেই নিয়মিত মামলাও করা হবে।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন