ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার তেলেঙ্গানা সফরের মধ্য দিয়ে ১০ দিনের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রা শুরু করেছেন। লোকসভা ভোটের আগে এই কয়েক দিন এসব জায়গা চষে বেড়াবেন তিনি। মোদির সফরতালিকায় তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু ও কাশ্মীর, আসাম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান এবং দিল্লির নাম রয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে এই রাজ্যগুলোতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।
এসব জায়গায় অন্তত ২৯টি কর্মসূচিতে অংশ নেবেন মোদি। তেলেঙ্গানার আদিলাবাদে গতকাল জনসভা করার কথা রয়েছে মোদির। তার আগে সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। তেলেঙ্গানায় সভা শেষ করে এদিনই তাঁর তামিলনাডুতে যাওয়ার কথা।
কলপক্কমে ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেডের (ভাবিনি) দপ্তরে যাবেন তিনি। তারপর চেন্নাইতে জনসভা করবেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন