ভারতকে হারিয়ে ফাইনালে সুরভীরা

মেয়েদের অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের পর ভারতকেও হারিয়েছে বাংলাদেশ। আজ কাঠমাণ্ডুর আনফা কমপ্লেক্স মাঠে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয়ে আসরের ফাইনালেও উঠে গেছে লাল-সবুজ দল।

ভারতের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। নবম মিনিটে আলপি আক্তারের দূরপাল্লার শট পোস্টের কাছে গিয়ে নিচু হয়ে ঢুকে যায় জালে।

১-০-তে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাইফুল বারীর দল। তবে বিরতির পর সমতা ফেরায় ভারত। ডান দিক থেকে আনুশকা কুমারীর উঁচু করে দেওয়া ক্রসটিই দূরের পোস্টে লেগে ঢুকে যায় জালে। ম্যাচে এরপর দুই দলেরই সম্ভাবনা থাকে।

কিন্তু ৭৮ মিনিটে ভারতীয় দুই খেলোয়াড়ের মাঝখান থেকে বল কেড়ে নিয়ে বাংলাদেশকে এগিয়ে দেয় আগের ম্যাচের জোড়া গোলদাতা সুরভী আকন্দ। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে হেডে জয়ের ব্যবধান বাড়ায় অধিনায়ক অর্পিতা বিশ্বাসের হেড।

 

চার দলের টুর্নামেন্টে শুরুতে খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে। বাংলাদেশ টানা দুই জয়ে ফাইনালে উঠে গেছে।

লিগ পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। শেষ ম্যাচে ভারত-নেপালের মধ্য কারা হচ্ছে বাংলাদেশের সেই প্রতিপক্ষ সেটিই দেখার অপেক্ষা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন