স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের  প্রয়ান 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃগত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪,বুধবার ভোর সাড়ে ৩টায় নিউইয়র্কের ফ্লাশিং হসপিটালে  স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭৩)লিটল কমরেড- প্রয়াত হয়েছেন ।খবর বাপসনিঊজ 
বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার বীর সংগ্রামীদের 
অন্যতম লড়াকু সৈনিক, স্বাধীন বাংলা
নিউক্লিয়াসের নিবেদিত প্রাণ-রফিকুল ইসলাম লিটল কমরেড-এর মৃত্যু, জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, সংগ্রামী ছাত্রনেতা ও স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য রফিকুল ইসলাম লিটল কমরেড-  প্রয়ানকালে সহধরমিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও আমেরিকার ভার্জিনীয়া প্রবাসী এক তনয়াসহ বহুগুণীজন রেখে গেছেন ।

কমরেড রফিকুল ইসলাম  লিটল কমরেড এর প্রয়ানে এক যৌথ বিবৃতিতে  নিউইয়র্ক  প্রবাসী  জেএসএফ -বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন.সংগঠক ও রাজনীতিক সামসুঊদদিন আহমেদ শামীম,সাংবাদিক এমজেড ফয়সল এবং সিনিয়র সাংবাদিক ,লেখক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন বলেন- বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে লিটল কমরেডের অবদান অপরিসীম।  তিনি জাতীয় পতাকা তৈরির সাথে যুক্ত থেকেও ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র মুক্তি সংগ্রামের পর সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাফেলায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমাদের মুক্তিসংগ্রাম ও রাষ্ট্র বিনির্মাণের ইতিহাসে লিটল কমরেডের অসাধারণ অবদান জাতির অস্তিত্বের সাথে গ্রথিত হয়ে আছে।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।কমরেড রফিকুল ইসলামের নামাজে জানাজ ২৯ ফেবরুয়ারী ২০২৪,দুপুর সাড়ে ১২টায় নিউইয়র্ক এর সানিসাইডে ৫৫ ষ্টীট রেজভেট এভিনিউস্থ আহলে বয়াত মসজিদে অনুষ্ঠাত হবে ।এতে প্রবাসীদের অংশনেয়ার আহ্বান জানানে হয়েছে ।জানাদা শেষে মরদেহ রাএ ৯টায় জেএফকে থেকে ঢাকা পাঠানো হবে এবং ঢাকায় সমাধী করা হবে ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন