সিপিএএম ক্রিকেট টুর্ণামেন্ট সিজন ১১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

গাজী আবেদ ।।

সিপিএএম ক্রিকেট টুর্ণামেন্ট সিজন ১১ এর ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হয় ।

সর্বমোট ৮ টি দল নিয়ে ২০ ওভারের লীগ পদ্বতিতে শুরু হয় এই টুর্ণামেন্ট, আজকের ফাইনালে ক্রিক ফাইটার্স বনাম এবি এম মৌলভীবাজার মুখোমুখি হয়। সদ্য জাতীয় দলে খেলা মুনীম শাহরিয়ার ও আরিফুল হক এই ম্যাচে খেলেন। 

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
বিশেষ অতিথিঃ নাহিদ হোসেন 
প্যানেল মেয়র মৌলভীবাজার পৌরসভা, সদস্য সচিব জেলা ক্রিকেট কমিটি
বিশেষ অতিথিঃ সৈয়দ সেলিম হক
প্যানেল মেয়র ২ মৌলভীবাজার পৌরসভা, সাধারন সম্পাদক জেলা ক্রিড়া সংস্থা। 

বিশেষ অতিথিঃ মাহবুব ইজদানী ইমরান, যুগ্ম সাধারন সম্পাদক জেলা ক্রিড়া সংস্থা। উপদেষ্টা সিপিএম 

বিশেষ অথিতিঃ আসাদ হোসেন মককু
২নং ওয়ার্ড কাউন্সিলর।


বিশেষ অতিথিঃ মনোয়ার আহমদ রহমান। উপদেষ্টা সিপিএএম

বিশেষ অতিথিঃ দেলোয়ার মজুমদার চমন। সদস্য সিপিএএম

বিশেষ অতিথিঃ ইমামুল হক রিপন 
সাধারন সম্পাদক, সিপিএএম মৌলভীবাজার 

সভাপতিত্ব করেনঃ ফয়েজ উর রহমান সোহেল। সভাপতি সিপিএএম মৌলভীবাজার।  


সন্চালনা করবেন: এম সৌদ আল সুফিয়ান। 
যুগ্ম সাধারন সম্পাদক সিপিএএম

টুর্নামেন্ট পরিচাল কমিটির আহব্বায়ক গাজী আবেদ, সদস্য সচিব নিয়াজ খান ও তানভীর শিপুর তত্বাবধানে টুর্ণামেন্ট পরিচালিত হয়। 

টসে হেরে ব্যাট করে ক্রিক ফাইটার্স ১৯.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয়, নয়ন ২৬ রান, শাহান ২৩ রান, হানজালা ২০, সাকি ১৮ রান. 
রেজোয়ান ৫ উইকেট, রুয়েল মিয়া ২ উইকেট নেন। 
জবাবে এবি এম ১৬০-৩ উইকেট ১৫.৪  ওভারে ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে, দলীয় অধিনায়ক রাহুল ৬৪* রান করে ও ফাহিম ৪৬ রান ও জাতীয় দলের আরিফুল ১৫ বলে ৩০* অপরাজিত থাকেন।

ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ হানজালা 
ম্যান অব দ্যা ফাইনালঃ রেজোয়ান
সেরা বোলারঃ নাইম
সেরা ব্যাটসম্যানঃ কাওসার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন