জয়সুরিয়া এখন সিলেটে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কা। এর মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে লঙ্কানরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এই ম্যাচের আগের দলের সঙ্গে যোগ দিতে সিলেটে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করছেন ৫৪ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার। ভারত বিশ্বকাপে ভরাডুবির পর গত ডিসেম্বরে লঙ্কানদের পরামর্শক হিসেবে নিয়োগ পান তিনি। আজ তাঁর সিলেটে এসে পৌঁছনোর কথা।

 

এর আগেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন জয়সুরিয়া।

প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন কয়েক ধাপে। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বেশ কিছু রদবদল হয়। সেই ধারাবাহিকতায় পরামর্শক হিসেবে দায়িত্ব পান জয়সুরিয়া।

 

প্রথম টি-টোয়েন্টির পরদিন আজ বিশ্রামেই কাটিয়েছে দুই দল।

মাঠমুখো হননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশ দলের সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানসহ কয়েকজন অবশ্য ট্রেনার ইফতেখার ইসলাম ইফতিকে নিয়ে মাঠে গিয়েছিলেন। সিরিজে ফিরতে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন