রোমানের সিদ্ধান্তকে সম্মান জানাই

gbn

আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিককে রোমান সানার সাফল্যের কারিগর বললে ভুল বলা হবে না। সেই তিনি প্রিয় শিষ্যের জাতীয় দল থেকে হঠাৎ অবসর নিয়ে কী ভাবছেন, জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল তাঁর।

 

ফেডারেশনের প্রতিটা টুর্নামেন্টে দল পাঠানো সম্ভব হয়ে ওঠে না। সে কারণেই বিকেএসপির সঙ্গে জোট বাঁধা। ওই দলে র‌্যাংকিংয়ের ১ নম্বর আর্চার হিসেবে রুবেল গিয়েছিল ফেডারেশনের খরচে। বাকি দুজন মোহাম্মদ সাগর ও আলিফকে (আব্দুর রহমান) নির্বাচিত করে বিকেএসপি।

আর ওরাও জাতীয় দলের বাইরের নয়। সাগর যেমন র‌্যাংকিংয়ের চারে। সাগর আর আলিফকে জায়গা দিতে গিয়ে দুই ও তিনে থাকা রামকৃষ্ণ ও রোমান সানাকে বাদ দিতে হয়েছে।

 

প্রশ্ন : কিন্তু আগামী জুনে সর্বশেষ অলিম্পিক বাছাই।

সেটা মাথায় রেখেই কি দল তৈরি করা দরকার ছিল না?
ফ্রেডরিক : জুনে অলিম্পিক বাছাই, তার আগের এশিয়া কাপ এবং কোরিয়ার বিশ্বকাপের জন্যও এ মাসে আমরা দুটি ট্রায়াল নেব। বাগদাদের খেলাটা আগেভাগে পড়ে যাওয়ায় আমরা গত বছরের র‌্যাংকিংটাই ব্যবহার করেছি। আর আর্থিক বিষয়টা তো ছিলই।

 

প্রশ্ন : রোমান জাতীয় দলের জন্য এখনো খুব গুরুত্বপূর্ণ, এমনটাই বলেছিলেন এর আগে। হুট করে তাঁর এই অবসরের সিদ্ধান্তটা কিভাবে নিয়েছেন?
ফ্রেডরিক : আমি দুঃখ পেয়েছি, কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা কোচ-খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু।

তবে রোমানের সিদ্ধান্তকে সম্মান জানাই। প্রায় ১০ বছর ধরে সে জাতীয় দলকে দিয়ে যাচ্ছে। এই সময়ে কিছু ব্যক্তিগত কারণ, চোট এবং পারফরম্যান্স হয়তো ওকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

 

প্রশ্ন : কিন্তু তিনি তো আর্থিক সমস্যার কথা বলেছেন মূল কারণ হিসেবে?
ফ্রেডরিক : আমাকে ও সে রকম কিছু বলেনি। তাই এই বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। জাতীয় দলে আরো খেলোয়াড় আছে। আমি যত দূর জানি, ফেডারেশন তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আর সে তো আনসারের খেলোয়াড়। সেখান থেকেই মাসিক বেতন পায়, ফেডারেশন থেকে নয়। আর্থিক বিষয়টা সে হিসেবে আনসারেরই দেখার কথা।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন