পাকিস্তানের জাতীয় নির্বাচনে জনগণের রায় চুরির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল মঙ্গলবার দলটির নেতা আসাদ কায়সার এই ঘোষণা দেন। এদিকে শেহবাজ শরিফ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।
পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, ‘আমরা সব রাজনৈতিক শক্তিকে একত্র করব এবং আইন ও সংবিধান মেনে আন্দোলন শুরু করব।
’ দাবি আদায়ে দেশের সব প্রদেশের রাস্তায় নামার পরিকল্পনার কথা জানিয়ে এই পিটিআই নেতা বলেন, ‘আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন অব্যাহত রাখব।’ এ ছাড়া একটি রাজনৈতিক জোট গঠনের কথা জানান তিনি।
জাতীয় পরিষদের সাবেক এই স্পিকার বলেন, শেহবাজ শরিফের নেতৃত্বাধীন অবৈধ সরকারের ওপর বিশ্বাস না থাকায় তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করবেন।
গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০টির বেশি আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। পরে সংরক্ষিত আসন পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আরো কয়েকটি দলের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।
তবে পিটিআইসহ আরো বেশ কয়েকটি দল কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। এর পরিপ্রেক্ষিতে কয়েক দফায় আন্দোলন করে বিরোধী দলগুলো। সর্বশেষ গত শনিবার আন্দোলন চলাকালে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পিটিআই নেতা কায়সার বলেন, ‘জনগণ আমাদের পক্ষে যে রায় দিয়েছে, তা চুরি করা হয়েছে। আমরা পিছু হটব না।
আমাদের লড়াই রাজনীতির জন্য নয়, বরং জাতির জন্য।’ তিনি বলেন, ‘আমাদের ১৮০টি নির্বাচিত আসন ও সংরক্ষিত আসন কেড়ে নেওয়া হয়েছে। আমাদের প্রথম দাবি হলো সংবিধান অনুযায়ী সব প্রতিষ্ঠানকে সীমার মধ্যে থাকতে হবে।’
স্বাধীন বিচার বিভাগের জন্য পিটিআই লড়াই করছে দাবি করে আসাদ কায়সার বলেন, ‘চাপের কাছে মাথা নত না করে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করা উচিত।’ এ সময় দেশে বিদ্রোহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শেহবাজকে মোদির অভিনন্দন
পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এক এক্স (সাবেক টুইটার) বার্তায় মোদি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেহবাজ শরিফকে অভিনন্দন।’
এদিকে শেহবাজ পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি অর্জন করতে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন।
এ ছাড়া গত সোমবার শেহবাজকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও নতুন প্রশাসনের নেতৃত্বে পাকিস্তান জাতি গঠনে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন