আমার সমস্যা আছে কিন্তু কোচের সঙ্গে নয়: এমবাপ্পে

মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে যাচ্ছেন এটা একরকম নিশ্চিতই। নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানানোর পর থেকেই ক্লাবে তাঁর বিরুদ্ধে নানা গুঞ্জন শোনা গেছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে লিগে তিন ম্যাচে পুরো নব্বই মিনিট খেলতে পারেননি এমবাপ্পে। তাতে কোচ লুইস এনরিকের সঙ্গে তাঁর দ্বন্দ্বের গুঞ্জন শোনা যায়।

কিন্তু এমবাপ্পে নিজেই পরিষ্কার করে জানিয়েছেন, কোচের সঙ্গে কোন ঝামেলা নেই তার। তবে অন্য কিছু সমস্যা আছে।

 

এমবাপ্পে জোড়া গোলে সোসিয়েদাদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেছে পিএসজি। তার আগে লিগ ওয়ানে এমবাপ্পেকে পুরো নব্বই না খেলিয়ে তুলে নেওয়ায় সমালোচনা তৈরি হয়।

সবশেষ ম্যাচে তো দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামানো হয়নি তাঁকে। পরে গ্যালারিতে গিয়ে মায়ের সঙ্গে বসে ম্যাচ দেখেছেন ফরাসি এই ফরোয়ার্ড। 

 

ফলে ক্লাবের পাশাপাশি কোচের সঙ্গেও এমবাপ্পের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে বিষয়টি পরিষ্কার করেছেন এমবাপ্পে নিজেই,'কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো।

অনেকেই ভাবে তার সঙ্গে সমস্যা আছে কিন্তু আসলে কোন সমস্যা নেই। আমার অনেক সমস্যা আছে কিন্তু কোচের সঙ্গে নয়।'

 

চ্যাম্পিয়নস লিগে খেলতে ভালবাসেন বলে জানান এমবাপ্পে,'আমি সবসময় চ্যাম্পিয়নস লিগে খেলতে চাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমি এমন খেলোয়াড় হতে চাই না যে আড়ালে থাকে।

'

 

এমবাপ্পের বদলি করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লুই এনরিককে। জবাবে পিএসজি কোচ বলেছেন,'যে কোন দল কিংবা কোচের অধীনে কিলিয়ান ৫০ গোল এবং ২৫ অ্যাসিস্ট করবে। সত্যি বলতে, সে ভবিষ্যতে এই ক্লাবে থাকবে না তাই বিকল্প যা আছে সেগুলো পরখ করে নিতে চাই।' 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন