নিজেদের ছিনতাই হওয়া জিনিসের অপেক্ষায় আছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক। গত বৃহস্পতিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটায় শেরপুর থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার মিরপুরে নিজ বাসায় সামনে পৌঁছান জাতীয় দলের ক্রিকেটার ফারজানার স্বামী মাহবুব রাকিব মিশন। অপেক্ষায় ছিলেন কেয়ার টেকারের দরজা খোলার। ঠিক তখনই অস্ত্রসহ হাজির হয় কয়েকজন ছিনতাইকারী।
নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। তবে সেই গাড়িতে ছিলেন না দুই ক্রিকেটার নিগার ও ফারজানা।
তবে এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মাহবুব রাকিব ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। খুলনায় জাতীয় দলের অনুশীল ক্যাম্পে থাকা নিগার মুঠোফোনে জানান, ব্যাগে বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল তার।
নিগার বলেন, 'ছিনতায়ের পর আমরা থানায় জানিয়েছে। ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস্ত করেছেন। এখনো কোনো তথ্য আমরা পাইনি। হারানো জিনিসগুলো ফিরে পাওয়ার অপেক্ষা করছি।
জানা গেছে, ছিনতাই হওয়া জিনিসের মধ্যে নিগারের দুটি ব্যাট, তিন জোড়া রানিং জুতা, জাতীয় দলের হেলমেট, কিছু জামাকাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এছাড়াও ফারজানার স্বামীর ব্যক্তিগত দুটি ফোন ও ঘড়ি ছিল ছিনতাই হওয়া জিনিসের মধ্যে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন