বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। এবার আলোচনার কেন্দ্রে থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের নট আউটের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারি কোচ নাভিদ নাওয়াজ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির কাছে যাবেন তাঁরা।
ঘটনা বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য। যদিও বল যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। শ্রীলঙ্কার আবেদনে সাড়া দেন আম্পায়ার গাজী সোহেল।
সৌম্য রিভিউ নেওয়ার পর থার্ড আম্পায়ার মাসুদুর মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করেন। এ নিয়ে মাঠেই অসুন্তুষ্টি দেখান লঙ্কানরা। এই সিদান্ত নিয়ে নাভিদ বলেন, 'মাঠের আম্পায়ার আউট দিয়েছে। আমি নিশ্চিত টিভি আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য যথেষ্ট প্রমাণ থাকা লাগবে।
এটা পরিস্কার যে স্পাইক ছিল। আমরা বড় পর্দায় এটা দেখেছি। আসলেই সেখানে কী হয়েছিল এটা নিয়ে আমরা ম্যাচ রেফারির কাছে যাবো। স্ক্রিনে আমরা যে ফুটেজ দেখেছি সেটা কিছু বলার জন্য যথেষ্ট না।'
শেষ পর্যন্ত ম্যাচটাও ৮ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা।
এই সিদ্ধান্তের প্রভাব ম্যাচে পড়েছে কি না এক প্রশ্নে নাভিদ বলেছেন, 'অবশ্যই। এটা প্রথম উইকেট ছিল। উইকেটটা নিতে পারলে আমাদের শুরুটা হয়তো ভিন্ন হতে পারতো। এ ধরণের পিচে যেকোনো উইকেট গুরুত্বপূর্ণ।'
তবে শ্রীলঙ্কা ১৫-২০ রান কম করেছে বলেও মনে করেন নাভিদ, 'আমার মনে হয় আমরা ১৫-২০ রান কম করেছি। বিশেষ করে আলোর নিচে সিলেটের ভেজা মাঠে।' টসও গুরুত্বপূর্ণ ছিল বলে জানালেন তিনি, 'বাংলাদেশ দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছে। আমার তাই মনে হয় টস গুরুত্বপূর্ণ ছিল।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন