দুই ম্যাচের নিষেধাজ্ঞা, বেলিংহাম বলছেন 'হাস্যকর'

gbn

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই প্রতিবাদ জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পরবর্তীতে লাল কার্ডের জেরে এই মিডফিল্ডারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলছেন বেলিংহাম।

 

ম্যাচের পর রেফারি তার প্রতিবেদনে বেলিংহামের আচরণকে 'আগ্রাসী আচরণ' হিসেবে উল্লেখ করেন। তবে এটি মানতে নারাজ বেলিংহাম। চ্যাম্পিয়নস লিগে লিপজিগের বিপক্ষে ম্যাচের পর বেলিংহাম বলেছেন,'আমার মনে হয় না তার দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি।

আমার মনে হয়েছে, আমি নতুন বলে এমনটা হয়েছে। তারা এটাকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে চায়।'

 

নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বেলিংহাম,'এই সিদ্ধান্তে আমি খুশি নই কিন্তু ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে। কারণ আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর।

যদি দুই ম্যাচই বাইরে থাকতে হয় তবে সেই দায় আমাকেই নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন করব।'

 

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন বেলিংহাম। রিয়ালের জার্সিতে ৩১ ম্যাচে করেছেন ২০ গোল। লিগে করেছেন ১৬টি এবং চ্যাম্পিয়নস লিগে চারটি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন