ধর্মশালা টেস্টে বলে-ব্যাটে ইংল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনরা সফরকারীদের অল্প রানে আটকে রাখার পর জোড়া সেঞ্চুরিতে রীতিমতো রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। ম্যাচের যা গতি-প্রকৃতি তাতে দ্বিতীয় দিন শেষেই অনেকটা লড়াই থেকে যেন ছিটকে গেছে ইংলিশরা। সফরকারীদের ২১৮ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত করেছে ৮ উইকেটে ৪৭৩ রান।
ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে ২৫৫ রানে, হাতে আছে আরো দুই উইকেট। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল।
১ উইকেটে ১৩৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে তিন অঙ্কের জাদুকরী স্কোর ছুঁয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল। সেঞ্চুরির পূরণের পরপরই অবশ্য আউট হয়ে গেছেন দুজনই।
ভারত অধিনায়ক রোহিতকে ফিরিয়ে ১৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটিটা ভাঙেন ইংলিশ দলপতি বেন স্টোকস।
১৩টি চার এবং ৩টি ছক্কায় ১০৩ রান করে সরাসরি বোল্ড হয়েছেন রোহিত। ৪ রান পর আরেক সেঞ্চুরিয়ান শুভমানের স্টাম্প উড়িয়েছেন বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসন। ১২টি চার এবং ৫টি ছক্কায় ১১০ রানের ঝলমলে সেঞ্চুরি করেছেন শুভমান গিল।
ইংল্যান্ডের হয়ে সাদা জাসিতে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা এখন ৬৯৯। আর একটি শিকার ঝুলিতে ভরতে পারলেই প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন অ্যান্ডারসন।
দুই সেঞ্চুরিয়ান রোহিত ও শুভমান অল্প ব্যবধানে আউট হলেও ভারতের রানের গতি কমেনি এতটুকুও। অভিষিক্ত দেবদূত পাডিকাল ও সরফফরাজ খানের ব্যাটিংয়ে ৪ উইকেটে ৪০০ পেরিয়ে যায় ভারতের স্কোর। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেছেন ৯৭ রান।
অভিষিক্ত পাডিকালকে (৬৫ রান) বোল্ড করে জুটিটা ভাঙেন শোয়েব বশির। ৬০ বলে ৫৬ রানের বিস্ফোরক হাফসেঞ্চুরি করে সরফরাজও শিকার হয়েছেন বশিরের।
১৫ রান করা ধ্রুব জুরেলের উইকেটও নিয়েছেন তরুণ এই ইংলিশ স্পিনার। শততম টেস্ট খেলা রবিচন্দ্রন অশ্বিনকে (০) বোল্ড করার আগে রবীন্দ্র জাদেজাকে (১৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন টম হার্টলি। ৪২৮ রানে অষ্টম উইকেট পড়ার পর দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন কুলদীপ যাদব (অপরাজিত ২৭) ও জসপ্রিত বুমরাহ (অপরাজিত ১৯)। ইংল্যান্ডের হয়ে ১৭০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন শোয়েব বশির।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন