চীনকে জাতীয় প্রতিরক্ষা তথ্য দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর এক গোয়েন্দা বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, কেনটাকি-টেনেসি সীমান্তের ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটিতে সর্বোচ্চ স্তরের গোপন নিরাপত্তা ছাড়পত্র ধারণকারী সার্জেন্ট কোরবিন শুল্টজকে হেফাজতে নেওয়া হয়েছে।
শুল্টজের বিরুদ্ধে আনা অভিযোগে তিনি যে দেশটিকে স্পর্শকাতর সামরিক তথ্য সরবরাহ করছেন তা চিহ্নিত করা হয়নি। তবে প্রেস রিপোর্টে দেশটিকে চীন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিনি ২০২২ সালের জুন থেকে মার্কিন জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত নথি, মানচিত্র, স্থিরচিত্রসহ হংকংয়ে যোগাযোগ করেছিলেন। তথ্য সরবরাহের জন্য তাঁকে মোট ৪২ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
বিচার বিভাগ বলেছে, তাইওয়ান সামরিক হামলার শিকার হলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টার, হাইপারসনিক যন্ত্রপাতি, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং মার্কিন ও চীনা সামরিক বাহিনী সম্পর্কে গবেষণাসংক্রান্ত নথিও অন্তর্ভুক্ত ছিল।
এদিকে শুল্টজের গ্রেপ্তারের বিষয়, সেই সঙ্গে গুগল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চুরির অভিযোগে এই সপ্তাহে আটক এক চীনা সফটওয়্যার প্রকৌশলী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শুক্রবার বেইজিং জানিয়েছে, তারা এসব ঘটনার ‘নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত নয়’।
কিন্তু চীনা মুখপাত্র মাও নিং গুগল থেকে চুরি প্রসঙ্গে বলেছেন, ‘চীন ধারাবাহিকভাবে মেধা সম্পত্তির অধিকারকে উচ্চ গুরুত্ব দিয়েছে এবং সক্রিয়ভাবে সুরক্ষিত করেছে।’
একটি নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘একই সময়ে আমরা ভিত্তিহীনভাবে চীনা উদ্যোগ ও নাগরিকদের দমনের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করি।’
চীনের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তারের পরপরই শুল্টজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
বিদেশি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ষড়যন্ত্র এবং ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ওয়েনহেং ঝাওকে জানুয়ারিতে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঝাও এবং আরেক মার্কিন নাবিক জিনচাও ওয়েই আগস্টে গ্রেপ্তার হন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন