কে এম আবু তাহের চৌধুরী
================================
কাবার পথে আমি মুসাফির
প্রভুর দরবারে হবো হাজির।
পবিত্র মাহে রমজানের মাসে
রহমত মাগফিরাতের আশে ।
লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিয়ে
রবের হাজারো প্রশংসা গেয়ে ।
সাদা দু’ টুকরো কাপড় পরে
ওমরা করতে যাবো কাবা ঘরে।
আল্লাহর ঘর করবো তাওয়াফ
মুছে যাবে সকল গোনাহ পাপ।
সাফা মারওয়ায় করবো সায়ী
নবিজীর মতো হতে চাই দায়ী।
নফসের গোলামী আর কতকাল
আলোকিত করতে হবে পরকাল ।
জমজমের পানি করব পান
শান্তি হয়ে যাবে আমার প্রাণ।
প্রাণভরে করব সকল এবাদত
জান্নাতুল মুয়াল্লাহ করব জিয়ারত।
ফরজ রোজা রেখে করব ইফতার
মুসলিম ভাইদের সাথে ভাল ব্যবহার ।
মক্কা শহর হলো বালাদুল আমিন
সুখ ও শান্তি পাওয়ার শ্রেষ্ঠ জমিন।
নবিজীর দরশনে ছুটে যাব মদিনা
সোনার মদিনার নাই কোন তুলনা।
ধন দৌলত সব কিছু যাবে ফেলে
কোন কিছুতে কাজ হবেনা মরন কালে ।
দুনিয়াতে সব কাজ করে যাবে ভালো
ঘরে ঘরে ছড়িয়ে দিব কুরআনের আলো।
হেলায় করোনা জীবনের সময় নষ্ট
শয়তানের ধোকায় হয়োনা পথভ্রষ্ট ।
প্রভু ,আমাদের এবাদত করিও কবুল
মাফ করে দিও জীবনের সকল ভুল ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন