শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার আট পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা। ম্যাচ বাকি রয়েছে আর ১১ রাউন্ড। এ অবস্থায় লিগ শিরোপা ধরে রাখা বেশ কঠিনই কাতালান দলটির জন্য। তার উপর ছন্দেও নেই দলটি। রয়েছে চোট সমস্যাও। কিন্তু তারপরও শিরোপা লড়াই থেকে ছিটকে গেছেন তা মানতে নারাজ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
লা লিগায় এখন পর্যন্ত ২৭ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি জিরোনারও। তবে ব্যবধান কমানোর সুযোগও পাচ্ছে বার্সা। কিন্তু রিয়াল কিংবা জিরোনা পয়েন্ট হারালে সমান তালে পয়েন্ট হারাচ্ছে তারাও। যে কারণে কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে দলটির।
তবে এখনও ৩৩ পয়েন্টের লড়াই বাকি। তাই আশাহত হতে রাজী নন জাভি, 'আমি মনে করি না আমরা লিগ থেকে হারিয়ে গেছি, এটাই বার্তা। আমরা সান মামেসে একটি খুব বড় সুযোগ হারিয়েছি কিন্তু আগামীকাল আমাদের আরও একটি সুযোগ রয়েছে। আগামীকাল আমাদের মাদ্রিদ এবং জিরোনার উপর চাপ সৃষ্টি করার আরেকটি সুযোগ আছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে যাচ্ছি।'
ন্যু ক্যাম্পে আগামীকাল মায়োর্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে জিরোনাকে টপকে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। তবে এবার দারুণ মৌসুম কাটাচ্ছে মায়োর্কাও। কোপা দেল রে'র ফাইনালে উঠেছে দলটি।
তবে কাজটা যে সহজ নয় তা ভালো করেই জানেন বার্সা কোচ। তার উপর দলের বেশ কিছু তারকা খেলোয়াড় চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। সানমামেসে লা লিগায় সবশেষ ম্যাচে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে দলের দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি পড়েছেন চোটে। এক মাসেরও বেশি সময় তাদের পাচ্ছে না দলটি। এছাড়া গাভি, বালদে ও আরাহো নেই আগে থেকেই।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন