‘শাহরুখকে নকল করুন’, আমিরকে ভক্তদের পরামর্শ!

গত বছর আমির খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়ে। এর পরই সিনেমা থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন এই মেগাস্টার। মাঝে বেশ কয়েকবার তাঁর ফেরার গুঞ্জন শোনা গেলেও তা আর বাস্তবে রূপ নেয়নি। তবে ইতিমধ্যে নিজের পরবর্তী সিনেমার ঘোষণা করেছেন আমির।

‘সিতারে জমিন পর’ দিয়েই ফিরছেন আমির। আর আমিরের ফেরার খবরে বেশ উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। এমনকি অভিনেতাকে শাহরুখকে নকল করার পরামর্শও দিয়েছেন অনুরাগীরা! এ খবর শুনেই নড়েচড়ে বসলেন আমির ভক্তরা। আমিরকে উপদেশ দিলেন, শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো অভিনয় করুন।

তাহলেই বক্স অফিস হাতের মুঠোয় নিতে পারবেন!

 

সম্প্রতি কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ সিনেমার প্রচারে ভক্তরা আমিরকে মুখের ওপরই বলে বসেন, ‘শাহরুখকে নকল করুন।’ তবে ভক্তদের এমন কথায় রাগ করেননি আমির। বরং জবাব দিয়েছেন শান্তস্বরেই। আমির খান বলেন, ‘শাহরুখ তো পাঠান, জওয়ান-এর মতো ভালো সিনেমা বানিয়েছে।

না হয়, আমি লাপাতা লেডিজ-এর মতো সিনেমা বানাই!’

 

২০০৯ সালের ‘তারে জামিন পার’-এর আঙ্গিকে এবার ‘সিতারে জামিন পার’ নিয়ে আসছেন আমির। যদিও সিনেমাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি খান সাহেব। তবে এতে তিনি ক্যামিও চরিত্রে হাজির থাকবেন বলেই জানা গেছে। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ‘আমরা সিনেমাটি আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি।

চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে এতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।’

 

আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর আমির জানিয়েছিলেন তিনি বিরতি নেবেন। বিরতি নিয়েছেনও। গত দুই বছর অভিনয় জগতে আর কোনো কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তাই আমিরের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অবশেষে নিজের সফলতম প্রজেক্ট নিয়েই নতুন করে ফিরতে চলেছেন আমির খান।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন