ভারতে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ

সামনেই ভারতের লোকসভা নির্বাচন এবং আগামী সপ্তাহে ভোটের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই শনিবার হঠাৎ পদত্যাগ করেছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

 

 

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন অরুণ গোয়েল। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল। এর আগের চাকরি থেকে তাঁর স্বেচ্ছায় অবসর নেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। নির্বাচন কমিশনার পদে তাঁর নিয়োগ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

 এদিকে বিরোধী দলের দাবি, ভোটের আগে পছন্দের কমিশনার নিয়োগের দিতেই এই চাল চালিয়েছে বিজেপি। অরুণ গোয়েলের হঠাৎ পদত্যাগ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডলে লেখেন, ‘নির্বাচন কমিশনারের পদটি এখন শূন্য। এর মানে এখন নির্বাচন কমিশন বলতে একজন মুখ্য নির্বাচন কমিশনার।

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে সক্রিয় ভূমিকায় দেখা গেছে অরুণ গোয়েলকে।

একাধিক রাজ্যে ভোট প্রস্তুতি পর্ব পর্যবেক্ষণও করেছেন তিনি। হঠাৎ অরুণ গোয়েলের পদত্যাগের কারণে সংকট তৈরি হল নির্বাচন কমিশনে। এ ছাড়া নির্বাচনের ঠিক আগে পদ কেন ছেড়ে দিলেন, তা সৃষ্টি করেছে এক বিস্ময়কর জিজ্ঞাসার।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন