জিবিনিউজ 24 ডেস্ক //
মার্কিন নির্বাচনে চমক দেখিয়েছেন সারাহ ম্যাকব্রাইড। প্রথম ঘোষিত ট্রান্সজেন্ডার তথা রূপান্তরকামী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।
ডেমোক্রেটদের টিকিটে মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া ভোটে ডেলাওয়ারের প্রথম সিনেট ডিস্ট্রিক্টে রিপাবলিকান স্টিভ ওয়াশিংটনকে সহজেই হারান ম্যাকব্রাইড। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস হিসেবে দেখা হচ্ছে। দেশটির সর্বোচ্চ সম্মানধারী ট্রান্সজেন্ডার হতে যাচ্ছেন ম্যাকব্রাইড।
আসনটিতে ৪৪ বছর ধরে জিতে আসছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যানডোয়েল। এবার নির্বাচনে না দাঁড়িয়ে ম্যাকব্রাইডকে সুযোগ করে দেন তিনি। ডেলাওয়ারের প্রথম সিনেট ডিসট্রিক্ট এলাকায় পড়েছে বেলেফোন্তে, ক্লেমন্ট এবং অঙ্গরাজ্যের বৃহত্তম শহর উইলমিংটনের কিয়দংশ।
ম্যাকব্রাইড ২০১৬ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও ইতিহাস গড়েন। প্রথম ঘোষিত কোনো রূপান্তরকামী হিসেবে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোনো রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি।
ম্যাকব্রাইড সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ায় তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের হিউমেন রাইটস ক্যাম্পেইনের প্রেসিডেন্ট আলফনসো ডেভিড।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন