ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে বাসিন্দাদের সতর্ক করছে দেশটির পুলিশ। শনিবার (৯ মার্চ) সকাল থেকেই আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
আজ রবিবারেও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানা গেছে। এরপর ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বৃষ্টিপাত কমে আসবে। আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এসব তথ্য জানিয়েছে। শুক্রবার ও শনিবারে হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আল আইনে এবং আজমানে বজ্রপাত বেশি হয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছেন, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে শনিবার সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এদিকে আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল বর্ষণের কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় গতি কমিয়ে গাড়ি চালানোর নিদের্শ দিয়েছে ট্রাফিক সংশ্লিষ্টরা। জনসাধারণদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ। এর পরও রাস্তায় ছাতা নিয়ে বের হতে দেখা গেছে কিছুসংখ্যক বাসিন্দাকে। আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে দিকে বহমান আর্দ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন