সুদানের বিপক্ষে ইতিবাচক নৈপুণ্যে খুশি কাবরেরা

gbn

ফিফা র‍্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। ৫৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, জামাল-জিকোদের পারফরম্যান্স খুব ইতিবাচক ছিল।

গত ২ মার্চ থেকে সৌদি আরবের আল তাইফে ঘাটি গেড়েছে বাংলাদেশ।

প্রথম সাত দিনের অনুশীলনের পর নিজেদের যাচাই করার জন্য আফ্রিকার দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪মার্চ সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা।

 

প্রথম ম্যাচের ইতিবাচক পারফরম্যান্সে আপাতত সন্তুষ্ট কাবরেরা। এই স্প্যানিয়ার্ড বলেছেন,'প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল।

এই ধরণের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কি করতে পারলাম। এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে।

২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন।'

 

তবে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা।

এরা হালকা চোটে ভুগছেন। তবে আগামীকাল থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন