একদিকে অস্কারের জাঁকজমকপূর্ণ মহাআয়োজন, অপরদিকে ফিলিস্তিনিদের পক্ষে শত শত মানুষের বিক্ষোভ-অবস্থান। গতকাল (১০ মার্চ) এমন দৃশ্যই দেখা গেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ, ভোর ৫টা) শুরু হয় পুরস্কার বিতরণ। তবে অস্কার শুরুর আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের দাবী নিয়ে বিক্ষোভ করেছে শত শত মানুষ।
জানা গেছে, বিক্ষোভকারীরা লাল গালিচা এবং ডলবি থিয়েটারের প্রবেশপথে বাধা দেয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে শুরু হয় অস্কার সম্প্রচার।
লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের কাছে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা
কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ওড়ানোর পাশাপাশি হাতে লেখা ‘এখন যুদ্ধবিরতি’ প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ‘প্যালেস্টাইনকে মুক্তি দাও’ বলে স্লোগানও দেন। বিক্ষোভের কারণে পথ অবরুদ্ধ হয়ে পড়ায় হলিউডের অনেক বড় তারকা সময়মতো শো’তে আসতে পারেননি।
শো শুরু হয়ে যাওয়ার পরেও বলরুম ছিল অনেকটাই খালি। জনপ্রিয় তারকা বব ইগার বিক্ষোভের কারণে সৃষ্ট ট্রাফিক জ্যামে পড়ে এক ঘণ্টা দেরীতে শো’তে পৌঁছান। অনেক তারকাকেই হাই হিল পরে হেঁটে ডলি থিয়েটারে পৌছাতে হয়েছে। কেউ কেউ আবার যেতে না পেরে গাড়িতেই অপেক্ষা করেছেন, তাদের জন্য পাঠানো হয়েছিল গলফ কার্ট।
ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পোশাকে লাল পিন পরেছেন তারকারা
এদিকে, অস্কারের রেড কার্পেটে ফিলিস্তিনের সমর্থনে নিজেদের পোশাকে লাল পিন পরেছেন অনেক জনপ্রিয় তারকা। বিলি আইলিশ, রামি ইউসুফ, মাহেরশালা আলি, মার্ক রাফালো সহ অনেক তারকাকেই লাল পিন পরতে দেখা গেছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই পিন পরেন তারা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এ হামলায় প্রায় এক হাজার দুই শ মানুষ নিহত হয়।
হামাসের হাতে জিম্মি হয় দুই শরও বেশি মানুষ। জবাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে গাজায় স্থল অভিযানও শুরু হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭ অক্টোবর থেকে অন্তত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন