মৌলভীবাজার প্রতিনিধি\ নিরাপদ এম,আর,এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে আ লিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১১মার্চ) মেরিষ্টোপস বাংলাদেশের আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ’র সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের হলরুমে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওয়াকিং গ্রুপ গঠনের লক্ষ্যে আ লিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্য্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ্বজিত ভৌমিক’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশের লিংক এডভোকেসি কর্মকর্তা-- ।
কর্মশালা সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক শায়েদা আক্তার, হবিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: আব্দুর রউফ মোল্লা ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর জিমি বেগম,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,সাংবাদিক হাসনাত কামাল,নজরুল ইসলাম মুহিব, হবিগঞ্জ জেলা বারেরর এডভোকেট শায়েদা খাতুন ডা: রফিকুল ইসলাম পলাশ প্রমুখ।
অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে এম,আর,এম সেবার সহজলভ্যতা ও গ্রহনযোগ্যতা বৃদ্ধি প্রয়োজন। মেরিষ্টোপস বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরাপদ এম,আর,এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী ভুমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় এই আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট মৌলভীবাজার ও হবিগহ্জ জেলা বান্তবায়িত করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন