বার্সার বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন হবে: নাপোলি কোচ

gbn

মাঠে ফিরেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। শনিবার (৮ আগস্ট) হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগের বাকি থাকা দুই ম্যাচ। যেখানে লড়বে বার্সেলোনা-নাপোলি এবং বায়ার্ন-চেলসি।

 

বার্সা ও নাপোলি রয়েছে সমান অবস্থায়। সমীকরণটা এমন যে দল জিতবে তারাই পাবে সামনে যাওয়ার টিকিট। গোলশূন্য ড্র করলে পরের রাউন্ডে যাবে বার্সা, ১-১ গোলে ড্র হলে খেলা গড়াবে টাইব্রেকারে, এর বেশি গোলে ড্র হলে শেষ আটে যাবে নাপোলি।

 

এমন সমীকরণকে যেন অসম্ভব মনে হচ্ছে নাপোলির কোচ জেনারো গাত্তুসোর। শুক্রবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে তিনি বলেন, তারা জিততে অভ্যস্ত এবং আমি জানি যখন জয়টা অভ্যাসে পরিণত হয়, তখন সবসময় জিততেই চায় সবাই। আগামীকাল (শনিবার) আমাদেরকে এভারেস্টের মাথায় চড়তে হবে।

 

নাপোলির তারকা খেলোয়াড় লরেঞ্জচ ইনসিগনে পড়েছিলেন কুচকির ইনজুরিতে। তবে এখন বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন কোচ গাত্তুসো। বার্সার বিপক্ষে সেরা অবস্থায়ই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাপোলি কোচ।

 

তিনি বলেছেন, আজ (শুক্রবার) সে (ইনসিগনে) দলের সঙ্গে নিজের শতভাগ দিয়েই অনুশীলন করেছে। আমি চাই আগামীকালও যেন সে পুরোপুরি ভালো বোধ করে। যদি তা না করে, তাহলে শুরু থেকে তাকে খেলানো যাবে না। সে দলে থাকলে আমাদের জন্য অনেক বড় পাওয়া।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন