পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ জন সদস্য শপথ নিয়েছেন। ইসলামাবাদে গতকাল সোমবার নিজ বাসভবনে তাঁদের শপথ পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর আগে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে প্রেসিডেন্টের কাছে ১৯ জনের নাম সুপারিশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সংবিধানের ৯১ ও ৯২ অনুচ্ছেদ অনুযায়ী তাঁদের নাম সুপারিশ করা হয়।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে। তাই দলটির কোনো আইন প্রণেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি। মন্ত্রিসভায় স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য, তিনজন সিনেটর, তিনজন টেকনোক্র্যাট ও একজন নারী রয়েছেন।
নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন পিএমএল-এনের আইন প্রণেতা আহসান ইকবাল, খাজা আসিফ, কায়সার আহমেদ শেখ, রিয়াজ হোসেন পীরজাদা, রানা তানভির, আজম নাজির তারার, জাম কামাল খান, আমির মুকাম, আওয়াইস লেগারি ও আতাউল্লাহ তারার।
এমকিউএম-পির আইন প্রণেতা খালিদ মকবুল সিদ্দিকি এবং ইশতেকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) আবদুল আলিম খান এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন