ব্রিটেনে করোনায় গত মে মাসের পর সর্বোচ্চ মৃত্যু ৪৯২ জনের মৃত্যু: দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২৫,১৭৭ জন

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৪৯২ জনের। যা গত মে মাসের পর সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার ছিলো ৩৯৭ জন, সোমবার ছিলো ১৩৬ জন, রবিবার ছিলো ১৬২ জন। মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ৭৪২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

ডিপার্টমেন্ট অব হেলথ কেয়ার জানিয়েছে বর্তমানে ১২ হাজার ৩২০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১১৪২ জন রয়েছেন ভেন্টিলেটরে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,১৭৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২০,০১৮ জন, সোমবার ছিলো ১৮,৯৫০ জন, রবিবার ছিলো ২৩,২৫৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৫৯ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩০২ জন, ওয়েলসে ৪৪ জন, স্কটল্যান্ডে ৫০ জন ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন