আট মাস পর ওয়ানডে ফিরেছে চট্টগ্রামে, অথচ সমর্থকদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। সিলেটে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যেভাবে 'রাইভালরি' উসকে দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে বন্দরনগরীর গ্যালারিতে উত্তাপ ছাড়াবে বলেই মনে করা হচ্ছিল। তবে তার ছিটেফোটেও দেখা গেল না টিকিট কাউন্টারগুলোতে। তবে কি মন ভরাতে পারছে না বাংলাদেশ দল?
আজ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে।
টি-টোয়েন্টির সিরিজ হারই কি এমন দর্শক অনাগ্রহের কারণ? জবাবে নাজমুল বললেন, 'এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে, এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।
'
শুধু টি-টোয়েন্টি নয়, যে ওয়ানডে সংস্করণ ধরা হয় বাংলাদেশ দলের শক্তির জায়গা, সেই ওয়ানডেতেও বর্তমান পরিসংখ্যানের গ্রাফ নিচের দিকে। ২০১৯ থেকে ২০২২ সাল অবধি যেখানে ৪৮ ম্যাচ খেলা বাংলাদেশ দল ২৮ জয় পায়, সেখানে ২০২৩ সালের পর ৩২ ম্যাচ মাত্র ১১ জয়।
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সমর্থকদের নিয়ে নাজমুল বলেন, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন।
কারণ, তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন