ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪, সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’

ঘোষিত হয়ে গেল ভারতের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।’ এ বছর ক্রিটিকস চয়েসে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে বিক্রান্ত ম্যাসির প্রশংসিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল।’ সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)।

মঙ্গলবার (১২ মার্চ) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠতম ক্রিটিকস চয়েজঅ্যাওয়ার্ড।

২০২৩ সালের সেরা চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মকে সম্মানিত করা হয়েছে জ্বলজ্বলে তারকা খচিত এই অনুষ্ঠানে। এ বছর সেরা চলচিত্র হিসাবে পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার ঘরে তুলেছেন বিক্রান্ত ম্যাসি। ‘থ্রি অব আস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ এবং সেরা সিরিজের পুরস্কার পেয়েছে বরুন সোবতির ‘কোহরা।

 

একনজরে দেখে নিন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীদের তালিকা :

টিভি সিরিজ/ওয়েব ফিল্ম/শর্ট ফিল্ম

সেরা পরিচালক- রিমা মায়া (নকটার্নাল বার্গার)
সেরা অভিনেতা- সঞ্জয় মিশ্র (গিধ )
সেরা অভিনেত্রী- মিলো সুনকা (নকটার্নাল বার্গার)
সেরা চিত্রনাট্য- গিধ (দ্য স্ক্যাভেঞ্জার) (লেখক- অশোক সাঙ্খলা ও মণীশ সাইনি)
সেরা সিনেমাটোগ্রাফি- লাস্ট ডেজ অব সামার (সিনেমাটোগ্রাফার- জিগমেট ওয়াংচুক)
সেরা সিরিজ - কোহরা
সেরা নির্দেশনা- বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলি)
সেরা লেখক-গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া ও সুদীপ শর্মা (কোহরা)
সেরা অভিনেতা- সবিন্দরপাল ভিকি (কোহরা )
সেরা অভিনেত্রী- রাজশ্রী দেশপান্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সেরা পার্শ্ব অভিনেতা- সিদ্ধান্ত গুপ্ত (জুবিলি)
সেরা পার্শ্ব অভিনেত্রী- অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ সিজন ২)
সেরা শর্ট ফিল্ম- নকটার্নাল বার্গার

চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র – টুয়েলভথ ফেল
সেরা পরিচালক- পিএস বিনোথরাজ (কুঝাঙ্গাল)
সেরা চিত্রনাট্য- দেবাশীষ মাখিজা (জোরাম)
সেরা সম্পাদনা- অভ্র বন্দ্যোপাধ্যায় (জোরাম)
সেরা সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ (থ্রি অব আস)
সেরা অভিনেতা- বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী- শেফালি শাহ (থ্রি অব আস)
সেরা পার্শ্ব অভিনেতা- জয়দীপ আহলাওয়াত (জানে জান)
সেরা পার্শ্ব অভিনেত্রী- দীপ্তি নাভাল (গোল্ডফিশ)

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন