যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিকে কঠিন বললেন ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের সেনাপ্রধান বুধবার বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ‘কঠিন’ এবং রুশ বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অবস্থানের গভীরে আঘাত হানতে পারে। মস্কো প্রায় এক বছরের মধ্যে প্রথম আঞ্চলিক অর্জনের পর কিয়েভের বাহিনী পূর্ব ও দক্ষিণে এক হাজার কিলোমিটার সম্মুখ সমরজুড়ে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

কমান্ডার-ইন-চিফ আলেক্সান্ডার সিরস্কি জানান, তিনি দুটি ব্রিগেড পরিদর্শন করেছেন। সেখানে পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠছে।

শত্রু ইউনিটগুলোর ইউক্রেনের প্রতিরক্ষাব্যূহের গভীরে অগ্রসর হওয়ার হুমকি রয়েছে।

 

এদিকে ইউক্রেন পশ্চিমা সহায়তা আটকে থাকা এবং যুদ্ধের তৃতীয় বছরে কিভাবে আরো সেনা নিয়োগ করা যায় তা নিয়ে ঘরোয়া বিতর্কের মধ্যে জনশক্তি ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি হয়েছে।

সিরস্কি টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ‘সাধারণত পূর্ব যুদ্ধক্ষেত্রে কার্যকর পরিস্থিতি কঠিন রয়ে গেছে। শত্রুরা আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে’, দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি এলাকায়।

 

তিনি বিশদ কোনো বিবরণ না দিয়ে আরো বলেন, ‘একই সময়ে সম্ভবত উচ্চ স্তরের ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধক্ষেত্রের অন্যান্য এলাকায় শত্রুদের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’

অন্যদিকে ফরাসি গণমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বে রাশিয়ার অগ্রগতি ‘থেমে গেছে’ এবং পরিস্থিতি তিন মাস আগের তুলনায় ‘অনেক ভালো’।

দুই বছরের যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী লড়াইয়ের পর ফেব্রুয়ারি মাসে রুশ বাহিনী মস্কো নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের ঠিক বাইরে প্রতীকী সম্মুখসমর শহর অবদিভকা দখল করে। তখন থেকে তাদের দাবি, তারা পশ্চিমে আরো কয়েকটি ছোট বসতি দখল করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার পূর্ব দোনেৎস্ক অঞ্চলের নেভেলস্কে গ্রাম দখল করার মস্কোর দাবি প্রত্যাখ্যান করেছেন। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র দিমিত্রো লিখোভি বুধবার এএফপিকে বলেছেন, গ্রামটি দখল করার রাশিয়ার দাবি ‘বাস্তবতার সঙ্গে মেলে না...নেভেলস্কে থেকে (ইউক্রেনের) নিয়ন্ত্রণ হারিয়ে গেছে বলার কোনো কারণ নেই’।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন