বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।
জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষা করতে একটু সময় লাগবে, সে জন্য উনাকে ভর্তি করা হয়েছে।
পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল বোর্ড উনার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
রাজধানীর গুলশানে নিজ বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিভিন্ন নেতাকর্মী। পরে রাত সাড়ে ৮টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ফিরোজায় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন