সিলেটে পবিত্র রমজান মাসে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে সবজির দাম। আগের দিন যা ৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছে তা আজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। এছাড়াও নগরীতে এক লাফে সব সবজির দাম দ্বিগুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৩ মার্চ) সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, রিকাবীবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, টমেটো দুই দিন আগে প্রতি কেজি বিক্রি হতো ৩৫-৪০ টাকায়, তা বেড়ে দাঁড়িয়েছে ৬০-৭০ টাকায়। ৩০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি; যা সপ্তাহখানেক আগে ছিল ৪০-৫০ টাকা। গাজরের কেজি ৭০-৮০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে কেজি দরে, যা দুই দিন আগেও ছিল ৬০-৭০ টাকা। এছাড়াও ব্রয়লার মুরগির কেজি ২০০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৩০-২৩৫ টাকায়। দেশি মুরগির কেজি ৭০০ টাকা। গরুর মাংসের মূল্য ৭৫০ টাকা করে। খোলা খেজুর ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১০০-১২০ টাকা কেজি।
নগরীর মদিনামাকের্ট এলাকার সবজি বিক্রেতা এনামুল মিয়া সিলেটভিউকে জানান, সবজির মূল্য রমজানের এক দুইতিন দিন আগ থেকেই বেড়েছে। বর্তমানে কিছুটা কম আছে। রমজান এলে চাহিদা বেড়ে যাওয়ায় মালপত্র দিয়ে ক্রেতাদের সামাল দেওয়া যায় না। এজন্য বেশি দামেই বিক্রি করি আমরা।
মারুফ হাসান নামের এক ক্রেতা নগরীর আম্বরখানা এলাকায় বাজার করতে গিয়ে সিলেটভিউকে জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে চড়া, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খুব কষ্ট হয় সংসার চালাতে।
এদিকে সিলেট জেলা প্রশাসন বলছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং তদারকি-সংক্রান্ত সভায় বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যেই পাঁচটি বাজার তদারকি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন