ট্রাম্প নির্বাচন চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাবেন

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এমন ঘোষণা দেন।    জনগণকে ধন্যবাদ জানিয়ে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে বক্তৃতা শুরু করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিজয়ী দাবি করে তিনি বলেন, আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি। এরপর কোনো রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।    ৩ নভেম্বরের নির্বাচনে কয়েক কোটি মানুষ ভোট দিয়েছেন, যা এখনো গণনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের যে দাবি করেছেন, তার কোনো বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত নেই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন