‘এক দেশ এক ভোট’, ভারতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে প্রতিবেদন জমা দিল ভারদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি। গতকাল বৃহস্পতিবার ওই কমিটির প্রধান  সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদীর হাতে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার প্রতিবেদনটি তুলে দেন। ভারতে একযোগে নির্বাচনের জন্য সংবিধানের শেষ পাঁচটি অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে চায় মোদি সরকার।

এ ক্ষেত্রে তাদের যুক্তি হলো, এতে নির্বাচনের খরচ কমবে। কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ বিরোধী দলগুলো প্রথম থেকেই ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির সমালোচনায় মুখর। তাদের মতে, এই নীতি নিয়ে মোদি সরকার ঘুরপথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ।

বিশেষত বিজেপিবিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা, ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর হলে লোকসভার ‘ঢেউয়ে’ বিধানসভাগুলো ‘ভেসে যাবে’। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন