বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে বৃহস্পতিবার গুরুতর জখম হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর কপালে সেলাই করা হবে।
তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকরা। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তৃণমূল মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তাঁকে আচ্ছন্ন অবস্থায় দেখা গেছে।
তৃণমূল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এদিন কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়ই কোনোভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে।
প্রথমে তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলেও সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানান।
হাসপাতালে মমতাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তাঁর ক্ষত বেশ গভীর। তবে রক্তক্ষরণ বন্ধ করা গেছে।
এমআরআই, সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন