২২৭ মার্কিনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা ‘রুশবিরোধী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাদের দেশে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার এক দিন আগে এই ঘোষণাটি এলো। এ নির্বাচনের মাধ্যমে ক্রেমলিনে ভ্লাদিমির পুতিন আরো ছয় বছরের মেয়াদের নিশ্চয়তা পাবেন বলে মনে করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী কার্যকলাপের বিকাশ, বাস্তবায়ন ও ন্যায্যতার সঙ্গে জড়িত ২২৭ মার্কিনের রাশিয়ান ফেডারেশনে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

 

নতুন নিষেধাজ্ঞাগুলোতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ কিছু সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের পাশাপাশি অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের প্রতিষ্ঠাতাসহ বেশ কয়েকজন সাংবাদিকের নামও রয়েছে এ তালিকায়। হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়াসহ অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষকও তালিকায় রয়েছেন।

রাশিয়ার ব্যক্তি ও কম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো দুই হাজারেরও বেশি মার্কিনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের জবাবে পশ্চিমারা রাশিয়াকে নিষেধাজ্ঞার অভূতপূর্ব প্যাকেজ দিয়ে আঘাত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহান্তের নির্বাচনের সময় ‘রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টার’ বিরুদ্ধেও সতর্ক করেছে, যেখানে পুতিন প্রকৃত বিরোধিতার মুখোমুখি হবেন না।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন