আজ পুলকিত-কৃতির বিয়ে

অবশেষে এক হতে চলেছে চার হাত। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা।  শুক্রবার সন্ধ্যায় বসবে বিয়ের আসর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান।

 

 

দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা দুজনের। তাই নয়া দিল্লি এনসিআরের আইটিসি গ্র্যান্ড ভারতে শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিয়েতে হাজির থাকবেন ফারহান আখতার, রিচা চাড্ডা, বি প্রাক, মিকা সিং-এর মতো বলিউড তারকারা।

1

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

জানা গেছে, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

পুলকিত-কৃতির আত্মীয়-স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এজন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছেন তারা।

 

২০১৪ সালে সলমন খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। সেই বিয়েতে হাজির ছিলেন ভাইজানও।

শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালমান খান। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আলাদা হন পুলকিত-শ্বেতা। এরপর অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও নাম জড়ায় পুলকিতের। এরপরই শুরু হয় পুলকিত-কৃতির প্রেমের গল্প। ২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন।

সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে আজ (১৫ই মার্চ) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে।

 

‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন