আবার ম্যানসিটির সামনে রিয়াল, পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ইউরোপের অভিজাত এই ক্লাব প্রতিযোগিতায় রেকর্ড ১৪বার শিরোপা জিতেছে লস ব্লাংকোসরা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চ্যাম্পিয়ন।

গতকালের ড্রয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা পেয়েছে ‘চেনা’প্রতিপক্ষ পিএসজিকে। তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে স্পেনের আরেক ক্লাব অ্যাতলেতিকো। মাদ্রিদের এই ক্লাবের শেষ আটের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। শেষ আটের অন্য ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।

 
গত মৌসুমে অনন্য ট্রেবলের পথে সেমিফাইনালে রিয়ালকে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছিল পেপ গার্দিওলার দল।  সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ড্র করলেও ইত্তিহাদে ফিরতি লেগে মাদ্রিদের অভিজাতদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপার মঞ্চে পা রাখে সিটিজেনরা। আগের মৌসুমে সিটিকে একই মঞ্চে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। ২০১৬ সালের শেষ চারের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল মাদ্রিদের ক্লাবটি ।

তার দুই বছর আগে শেষ ষোলোর ম্যাচে তাদের নকআউট করেছিল সিটি। ইউরোপে রিয়াল -ম্যানসিটির আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের প্রতীয়ক্ষায় থাকতে পারেননি ফুটবল প্রেমীরা। প্রথম লেগের ম্যাচ হবে মাদ্রিদে আর ফিরতি লেগ ইত্তিহাদে।
ইউরোপে বার্সেলোনা ও পিএসজির লড়াইও বর্তমানে রোমাঞ্চকর এক দ্বৈরথ!  ২০১৩ এবং ২০১৫ সালে পিএসজিকে শেষ আট থেকে বিদায় করেছিল কাতালানরা। এরপর ২০১৭ সালে পার্ক দ্য প্রিন্সেসে ৪-০ গোলে হারের পর প্রত্যাবর্তনের অসাধারণ কাব্য লেখে ন্যু ক্যাম্পে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

মধুর বদলা নিয়ে ২০২১ সালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে শেষ ষোলো থেকে স্প্যানিশ জায়ান্টদের বিদায় করে পিএসজি। এবার শেষ হাসি হাসবে কে পিএসজি না বার্সেলোনা! 
প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ৯ ও ১০ এপ্রিল আর ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত বে ১৬ ও ১৭ এপ্রিল। চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলিতে। এএফপি

 

কোয়ার্টার ফাইনালের লাইন আপ
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
অ্যাতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
পিএসজি-বার্সেলোনা
সেমিফাইনাল 
অ্যাতলেতিকো/ডর্টমুন্ড-পিএসজি/বার্সেলোনা
আর্সেনাল/বায়ার্ন-রিয়াল/ম্যানসিটি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন