পাকিস্তান নিরাপদ, ইংল্যান্ডের না আসার কারণ নেই: পিসিবি

পাকিস্তানের মাটিতে ২০২২ সালে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সম্প্রতি পাকিস্তানে এক ক্রিকেট ম্যাচে গোলাগুলির কারণে ফের প্রশ্ন উঠেছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। এমতাবস্থায় নিরাপত্তার বিষয়ে বরাবরই খুঁতখুঁতে মনোভাব প্রকাশ করা ইংলিশ ক্রিকেট দল আদৌ পাকিস্তান সফর করবে কি-না, সে বিষয়ে অনিশ্চয়তা শুরু হয়ে গেছে এখন থেকেই।

 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি সাফ জানিয়ে দিয়েছেন, খেলা মাঠে গড়ালে সেটা পাকিস্তানেই হবে। অন্যথায় সিরিজই বাতিল করে দেবেন।

 

বিবিসিকে তিনি বলেন, আমি মনে করি না ইংল্যান্ডের না আসার কোনও কারণ থাকবে। আমার কথা পরিষ্কার, আমরা তৃতীয় কোনও দেশে খেলব না। আমরা হয়তো পাকিস্তানেই খেলব, না হয় খেলাই হবে না।

 

পিসিবি বসের মতে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় থাকলে এতগুলো সিরিজ আয়োজন সম্ভব হতো না।

 

এহসান মানির ভাষ্য, পাকিস্তান এখন নিরাপদ। যেসব দল এরই মধ্যে সফরে এসেছে, সবার জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। এমনকি এমসিসি যখন এলো, তারা গলফ খেলতে গিয়েছে, বাইরে ঘুরতে গিয়েছে, রেস্টুরেন্টেও যেতে পেরেছে। ইংল্যান্ড আসার এখনও দুই বছর বাকি রয়েছে। আমি আশা করছি, নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে এবং চলাফেরার স্বাধীনতাও বাড়বে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন