তৃতীয় ওয়ানডেতে লিটন বাদ, সুযোগ পেলেন জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের। তাঁর জায়গায় লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া জাকের আলী অনিককে ডেকেছে বিসিবি।

আগামী সোমবার মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

আগের দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। লিটনকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘যেহেতু সিরিজটা চলছে, খুব বেশি পরিবর্তনের সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডে সঙ্গে আর রাখছি না।’

 

লিটনের জায়গায় কেন জাকের, সেই ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ, ‘আগে থেকে দলের সঙ্গে আছে এনামুল হক বিজয় এবং তানজদি হাসান তামিম।

তারাও ওপেনারের ভূমিকায় আছে। সৌম্য সরকার আরেকজন ওপেনার। তাই লিটনের জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি।

আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল অর্ডারে কাউকে যুক্ত করা যায় কি না, সেখানে একটি গ্যাপ আছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলীকে মনে করেছি এই জায়গায় উপযুক্ত হবে।’

 

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের দল দিয়েছিল বিসিবি। আজ শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পাওয়া জাকের প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন। লিটন বাদ পড়েছেন পারফরম্যান্সের কারণে।

এই সংস্করণে একদমই ছন্দে নেই এই ওপেনার। সর্বশেষ ১০ ওয়ানডেতে ফিফটির দেখা পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন