যে কারণে পাকিস্তানের কোচ হচ্ছেন না ওয়াটসন

পাকিস্তানের কোচ হওয়া নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় শেন ওয়াটসন। বিশেষ করে টাকার অঙ্কের কারণে। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারকে কোচ হিসেবে পেতে বছরে প্রায় ২২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এই বিশাল টাকার অঙ্কও ওয়াটসনের মন গলাতে পারেনি।

কারণটা তাঁর পূর্বপ্রতিশ্রুতি। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটরসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। এ ছাড়াও ধারাভাষ্যকার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের (আইপিএল) সঙ্গে চুক্তিবদ্ধ ওয়াটসন। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, মেজর ক্রিকেট লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচও এই সাবেক অলরাউন্ডার।

 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অল্প সময়ের ভেতর এসব প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসা কঠিন ওয়াটসনের জন্য। পূর্ণমেয়াদে পাকিস্তানের কোচ হলে দ্রুতই তাঁকে দায়িত্ব নিতে হবে। যেহেতু এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের।

কোচের দৌড় থেকে ওয়াটসন সরে যাওয়ায় শূন্য পদ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হবে পাকিস্তানকে।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আছে বাবর আজমদের। দেখা যাক, শেষ পর্যন্ত পাকিস্তানের কোচের পদ কে পূরণ করেন!

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন